প্রশ্ন: মেহেরপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: মেহেরপুর জেলার সীমানা কি?
উ: মেহেরপুর জেলার সীমানা:
✅ উত্তরে: কুষ্টিয়া
✅ দক্ষিণে: চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
✅ পূর্বে: কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা
✅ পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
প্রশ্ন: মেহেরপুর জেলার আয়তন কত?
উ: ৭১৬.০৮ বর্গ কিলোমিটার (সবচেয়ে ছোট জেলা)।
প্রশ্ন: মেহেরপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: জাগ্রত মেহেরপুর।
প্রশ্ন: মেহেরপুর জেলার গ্রাম কতটি?
উ: ২৫৯ টি।
প্রশ্ন: মেহেরপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ১৮ টি।
প্রশ্ন: মেহেরপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৩ টি। মেহেরপুর, গাংনী ও মুজিবনগর।
প্রশ্ন: মেহেরপুর জেলার পৌরসভা কতটি?
উ: ২টি। মেহেরপুর ও গাংনী।
প্রশ্ন: মেহেরপুর জেলার নদ-নদী কি কি?
উ: ভৈরব, ইছামতি, মাথাভাঙ্গা ইত্যাদি।
প্রশ্ন: মেহেরপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: ঔষধ শিল্প, কটন মিল ইত্যাদি।
প্রশ্ন: মেহেরপুর জেলার ঐতিহাসিকু ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: মুজিবনগর স্মৃতিসৌধ, বৈদ্যনাথতলা মেহেরপুর সদরেরও কিছু দর্শনীয় স্থান।
প্রশ্ন: মেহেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
ড. নিরঞ্জন প্রসাদ, সাংবাদিক তরিকুল ইসলাম (সাহিত্যিক), আবদুল হামিদ রসনী, মোহন মল্লিক।